গাছের বিরোধে সংঘর্ষে তীরবিদ্ধ হয়ে মৃত্যু

মৌলভীবাজার সদর উপজেলায় গাছ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সময় তীরবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2017, 08:58 AM
Updated : 9 Sept 2017, 08:58 AM

সদর মডেল থানার ওসি মো. সোহেল আহমদ জানান, আপার কাগাবালা ইউনিয়েনের শিমুলিয়া গ্রামের এ খুনের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত মাসাদ মিয়া (২৮) ওই গ্রামের জমজ আলীর ছেলে।

থানার এসআই মহসীন ভুঁইয়া বলেন, শনিবার সকাল ৯টার দিকে ওই গ্রামের সুমন মিয়ার সঙ্গে প্রতিবেশী বকুল মিয়ার গাছ কাটা নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে সুমন মিয়ার পক্ষের মাসাদ মিয়া গলায় তীরবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় উভয়পক্ষের আরও ১০ জন আহত হলে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভতি করা হয় বলে তিনি জানান।

ওসি সোহেল বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।