ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি, ২ শিশুর মৃত্যু

হবিগঞ্জের খোয়াই নদীতে নৌকাডুবির ২৪ ঘণ্টা না পেরুতেই পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় বরযাত্রীবাহী একটি নৌকা ডুবে দুই শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিহবিগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2017, 01:52 PM
Updated : 8 Sept 2017, 02:01 PM

শুক্রবার বিকালে সোনাই নদীতে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানান হবিগঞ্জের মাধবপুর থানার ওসি মো. মোক্তাদির হোসাইন।

নিহতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে শ্রাবন্তী (৬) ও একই গ্রামের ছালেক মিয়ার মেয়ে মুক্তা (১৩)।

আহতদের হবিগঞ্জ সদর ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদরে খোয়াই নদীতে নৌকাডুবির পর তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে বরযাত্রীবাহী একটি নৌকা মাধবপুরের মুরাদপুর যাচ্ছিল।

“দুপুরে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী বিজয়নগর এলাকার সাতবর্গ সেতুর কাছে নৌকাটি ডুবে যায়।এতে শ্রাবন্তি ও মুক্তা নামের দুই শিশু নিখোঁজ হয়।”

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ও ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করে বলে ওসি জানান।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি মো. আলী আরশাদ জানান, নৌকাটি পানির নীচ থেকে তুলে তীরে আনা হয়েছে। এতে ৭০/৭৫ জন যাত্রী ছিল।

“অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণেই নৌকাটি ডুবতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”