ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় এমপির ভাগ্নে গ্রেপ্তার

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের ভাগ্নেসহ দুইজনকে মাদক মামলায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2017, 04:56 AM
Updated : 7 Sept 2017, 04:57 AM

জেলা গোয়েন্দা পুলিশের এসআই নূরে আলম জানান, বুধবার রাত ১১টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট থেকে ওই দুইজনকে তারা গ্রেপ্তার করেন।

এমপির ভাগ্নে নজরুল ইসলাম নয়ন (৪০) ছাড়া গ্রেপ্তার অন্যজন হলেন- ওই উপজেলার পাড়িয়া ইউনিয়নের চাকদহ গ্রামের ইউসুফ আলীর ছেলে শাহজাহান আলী (২২)।

এসআই নূরে আলম বলেন, চলতি বছর জানুয়ারি মাসে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।

“নয়ন ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ কারণে বুধবার রাতে অভিযান চালিয়ে লাহিড়ী হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”

ওই অভিযানে একই জায়গা থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ শাহজাহানকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই আলম।

শাহজাহানের বিরুদ্ধে আরেকটি  মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নয়নকে গ্রেপ্তারের বিষয়ে তার পরিবার বা সংসদ সদস্যের বক্তব্য জানা যায়নি।