মৌলভীবাজারে ‘ছেলের লাঠির আঘাতে’ নিহত

বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মৌলভীবাজারে ‘ছেলের লাঠির আঘাতে’ বাবার মৃত্যু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2017, 05:50 PM
Updated : 5 Sept 2017, 05:51 PM

জেলার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, কর্মধা ইউনিয়নের পূর্ব কর্মধা গ্রামের ইসমাইল মিয়া মঙ্গলবার সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কর্মধা ইউনিয়ন পরিষদ সদস্য রজব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসমাইল মিয়ার চতুর্থ ছেলে সাত্তারের বিয়ে ঠিক হয়েছিল বৃহস্পতিবার। গ্রামের দুই ব্যক্তিকে বিয়ের দাওয়াত দিতে আপত্তি করেন বাবা ইসমাইল।

“এ নিয়ে ছোট ছেলে মোস্তাক মিয়ার (৩০) সঙ্গে তার বিবাদ বাধে। পরে দুজনই লাঠিসোটা নিয়ে মারামারিতে জড়ান। ছেলে লাঠি দিয়ে বাবাকে আঘাত করে পালিয়ে যান। পরে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান।”

পুলিশ কর্মকর্তা ইউসুফ বলেন, ইসমাইল মিয়ার মৃত্যুর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আর মোস্তাককে আটকের চেষ্টা চলছে।

বাবার মৃত্যুর কারণে আগামী বৃহস্পতিবার নির্ধারিত বিয়ে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য রজব আলী।