জামালপুরে পুকুরে গার্মেন্টকর্মীর বস্তাবন্দি লাশ

জামালপুরের মেলান্দহ উপজেলায় পুকুর থেকে এক গার্মেন্টকর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2017, 10:19 AM
Updated : 3 Sept 2017, 10:19 AM

রোববার উপজেলার কলাবাঁধা গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম জানান।

নিহত মিনা বেগম (২৯) ওই গ্রামের মো. মৃণালের স্ত্রী। মিনা নারায়নগঞ্জের একটি গার্মেন্টে  চাকরি করতেন।

এ ঘটনায় পুলিশ মৃণালকে আটক করেছে।

ওসি মাজহারুল বলেন, মিনাকে তিনদিন আগে হত্যার পর লাশ বস্তাবন্দি করে বাড়ির পাশে পুকুরে ফেলে রাখে মৃণাল। এ সময় তাদের দুই সন্তান নানার বাড়িতে ছিল।

“রোববার সকালে শ্বশুর বাড়ি চারিয়াপাড়া গ্রামে গিয়ে স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানালে গ্রামের লোকজন তাকে আটক করে। পরে স্ত্রীকে হত্যার পর লাশ পুকুরে ফেলে রাখার কথা জানালে গ্রামের লোকজন তাকে পিটুনি দেয়।”

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করতে গেলে স্থানীয়রা হামলা করে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাংচুর করে। এ সময় পুলিশসহ পাঁচজন আহত হয় বলে জানান তিনি।

মিনা ঈদের ছুটিতে বাড়িতে আসে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে পুলিশ তা এখনও নিশ্চিত হতে পারেনি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।