হবিগঞ্জের দুদলের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে দুদলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2017, 02:12 PM
Updated : 1 Sept 2017, 02:12 PM

হলদারপুর গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান সহকারী পুলিশ সুপার শৈলেন্দ্র চাকমা।

নিহত ইসলাম উদ্দিন (২৬) হলদারপুর গ্রামের মৃত আবু মিয়ার চেলে।

আহতদের মধ্যে ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় তিন জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার শৈলেন্দ্র চাকমা জানান, ২/৩ দিন আগে বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হলদারপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে একই গ্রামের সেকুল মিয়ার কথা কাটাকাটি হয়।

শৈলেন্দ্র বলেন, বৃহস্পতিবার বিকালে সেকুলের ভাই সিরাজুল ইসলাম ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের বড় ভাই হাফিজুল ইসলামের কাছে বিষয়টি জানাতে যান। এ সময় হাফিজুল ইসলাম ও সিরাজুল ইসলামের কথা কাটাকাটি হয়।

“এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

শৈলেন্দ্র জানন,সংঘর্ষে আহত  ইসলাম উদ্দিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।