দিনাজপুরে ট্রেন চলাচল শুরু ১৪ দিন পর

বন্যায় ক্ষতিগ্রস্ত দিনাজপুর-পার্বতীপুর রেলপথ মেরামত শেষে ১৪ দিন দিনাজপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2017, 06:16 PM
Updated : 27 August 2017, 06:17 PM

রোববার রাত ৯টায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা লোকাল ট্রেন ‘দোলনচাঁপা’ দিনাজপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে বলে জানান দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার গোলাম মোস্তফা।

 তিনি বলেন, এর পরপরই দিনাজপুর রেল স্টেশন থেকে একটি কমিউটার ট্রেন পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে বিকালে একটি কমিউটার ট্রেন পার্বতীপুর থেকে দিনাজপুরে এসে পৌঁছে।

গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যায় দিনাজপুর-পার্বতীপুর রেলপথের কাউগাঁও সেকশনের দুই কিলোমিটার ও চিরিরবন্দর-মন্মথপুর সেকশনের আট কিলোমিটার রেলপথ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, বন্যার পানির স্রোতে রেল লাইনের নীচের মাটি ও পাথর সরে যায়। এতে ১৩ অগাস্ট থেকে দিনাজপুরের সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।