বন্যার্তের সহায়তায় ‘কাপ্তানিয়ান ফাউন্ডেশন’

রাঙামাটির কাপ্তাইয়ের একটি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন ত্রাণ নিয়ে গেছে ঠাকুরগাঁওয়ের বন্যার্তদের কাছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2017, 01:45 PM
Updated : 27 August 2017, 01:46 PM

‘কাপ্তানিয়ান ফাউন্ডেশন’ নামের সংগঠনটি শুক্রবার থেকে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ শুরু করে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ফারহানা সোমা জানান, ইতিমধ্যে তারা ঠাকুরগাঁওয়ের মথুরাপুর ও শাহপাড়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

‘কর্ণফূলী (প্রকল্প) উচ্চ বিদ্যালয়ের’ পরবর্তীতে নাম হয় ‘বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়’। এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্খীরা কাপ্তানিয়ান ফাউন্ডেশন গড়ে তোলেন।

ফারহানা সোমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুস্থদের মাঝে থেকে তাদের সাহায্য করাই এই ফাউন্ডেশনের লক্ষ্য। এ জন্য বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে তারা এগিয়ে এসেছেন।

তারা পর্যায়ক্রমে দিনাজপুর, রংপুর, সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে যাবেন বলে জানান সোমা।