গোপালগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে ‘মারধর’

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2017, 10:29 AM
Updated : 26 August 2017, 10:29 AM

উপজেলার গোপালপুর গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনায় আহত ওই গৃহবধূকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান।

আহত খাদিজা বেগম (১৯ ) গ্রামের মাহফুজ শেখের (৩০) স্ত্রী।

এ ঘটনায় খাদিজার বাবা হাফিজুর শেখ বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন ওসি।

অভিযোগের বরাত দিয়ে ওসি জানান, ১০ মাস আগে মাহফুজ শেখ ও খাদিজার বিয়ে হয়। বিয়ের পর থেকেই খাজিদার পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিলেন মাহফুজ।

“মঙ্গলবার খাদিজাকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে বলেন তিনি। খাদিজা অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে মাহফুজ তাকে মারধর করেন।”

হাফিজুর শেখ বলেন, “এর আগেও মাহফুজ কয়েকবার যৌতুকের জন্য আমার মেয়েকে মারধর করেছে।”

তবে অভিযোগ অস্বীকার করে মাহফুজ বলেন, “আমি যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করিনি। সে রাগ করে বাবার বাড়ি চলে গেছে।”