সাভারে ট্যানারি শ্রমিকদের বিক্ষোভ

সাভারে বিসিক শিল্প নগরীতে ট্যানারি শ্রমিকরা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে দুই ঘণ্টা কাজ বন্ধ রেখে বিক্ষোভ ও সমাবেশ করেছেন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2017, 02:12 PM
Updated : 24 August 2017, 02:12 PM

বৃহস্পতিবার দুপুরে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় ‘ট্যানারি ওয়ার্কাস ইউনিয়ন’-এর ব্যানারে বিভিন্ন চামড়ার কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

তাদের বিক্ষোভ মিছিলটি বে-ট্যানারির সামনে থেকে শুরু হয়ে আমতলা গিয়ে শেষ হয়।

তাদের দাবিগুলো হলো- চামড়া শিল্প নগরীতে শ্রমিকদের আবাসন, হাসপাতাল, স্কুল, ক্যান্টিন ও ইউনিয়ন (সিবিএ) কার্যালয়ের ব্যবস্থা করা, জরুরি কাজের সুযোগ নিশ্চিত করা এবং অন্তর্বর্তী ভাতা প্রদান।  

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আগামী কোরবানির ঈদের আগে তাদের দাবি মানতে হবে। না হলে ঈদের পর কঠোর কর্মসূচি দেওয়া হবে।  

শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি না খেলতে ট্যানারি মালিকদের প্রতি আহবান জানান তিনি।

সমাবেশ থেকে চামড়া শিল্প নগরীর সকল রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও রাস্তায় পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতেও ট্যানারি মালিকদের আহব্বান জানানো হয়েছে।

এ সময় ট্যানারি ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অপ্রীতিকর ঘটনা এড়াতে ট্যানারি ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।