নওগাঁয় ‘ভিজিডির’ চালসহ আটক ২

নওগাঁর আত্রাইয়ে ‘ভিজিডি কর্মসূচির’ ১২৮ বস্তা চালসহ এক ট্রলিচালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2017, 03:53 PM
Updated : 23 August 2017, 03:53 PM

এরা হলেন- ট্রলি চালক উপজেলার সদুপুর গ্রামের ফেরদৌসের ছেলে পিন্টু (৩৫) ও সহকারী বিপ্লব (১৮)।

আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, গোপন সংবাদে বুধবার বিকালে আত্রাই রেলওয়ে বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

“চালের গায়ে তো লেখা নেই কিসের চাল, তবে ত্রাণের চাল মনে করেই আমরা আটক করেছি। তদন্ত করলেই বেরিয়ে আসবে কিসের চাল, কোথায় যাচ্ছিল।”

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক ১২৮ বস্তা চাল ত্রাণের নয়, এগুলো ভিজিডির চাল। যেহেতু সরকারি চাল ক্রয় বিক্রয় নিষিদ্ধ তাই আটক করা হয়েছে।”