রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতীয় টাস্কফোর্স

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন শরণার্থী ও অনিবন্ধিত রোহিঙ্গা বিষয়ক জাতীয় কৌশলপত্র বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্সের সদস্যরা।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2017, 01:35 PM
Updated : 23 August 2017, 01:43 PM

বুধবার কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল এ কথা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের নেতৃত্বে কমিটির সদস্যরা সকাল ১০টায় উখিয়ার কুতুপালং নিবন্ধিত ক্যাম্প, ১১টায় অনিবন্ধিত ক্যাম্প এবং বেলা সাড়ে ১২টায় বালুখালীর অনিবন্ধিত ক্যাম্প পরিদর্শন করেন।

এরপর কমিটির সদস্যরা টেকনাফের লেদা অনিবন্ধিত ক্যাম্প এবং আড়াইটার দিকে নয়াপাড়ার নিবন্ধিত ক্যাম্প পরিদর্শন করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
পরিদর্শনকালে জাতীয় টাস্কফোর্সের কমিটির সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ, পরিবেশ সচিব ইসতিয়াক আহমেদ, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা, ইউএনএইচসিআর ও আইওএমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।