বন্যায় ভেসে আসা অজগর লোকালয়ে

কুড়িগ্রামে বন্যার পানিতে ভেসে আসা সাড়ে নয় ফুট লম্বা একটি অজগর সাপ ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2017, 03:28 PM
Updated : 23 August 2017, 03:34 PM

সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চরকৃঞ্চপুর গ্রামে একটি বাড়ির নিমগাছ থেকে বুধবার সকালে সাপটি ধরা হয়।

পরে সাপটিকে বন বিভাগের মাধ্যমে দিনাজপুর রামসাগরের প্রাণী অভয়াশ্রমে পাঠানো হয় বলে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ জানান।

চরকৃঞ্চপুর গ্রামের বেলাল হোসেন বলেন, সকালে ঘুম থেকে উঠে স্থানীয় বেলাল হোসেনের নিমগাছের সঙ্গে সাপটিকে পেঁচিয়ে থাকতে দেখে ভয় পেয়ে যান তিনি।পরে এলাকাবাসীদের খবর দিলে তারা সাপটি মেরে ফেলার উদ্যোগ নেয়।

“কিন্তু স্থানীয় কয়েকজন যুবক তাদের বাধা দিয়ে সাপটিকে সরকারি অফিসে জমা দেওয়ারকথা বলেন।”

ওই এলাকার তাজুল,জুয়েল ও বিদ্যুৎ জানান, তারা অজগর সাপটিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা যোগাযোগ সমস্যার কথা বলে আসতে অপরাগতা জানান।

পরে স্থানীয়রা সাপটিকে কৌশলে বস্তায় ভরেবন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

বন বিভাগের কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, “অজগর সাপটি কেবল চোখ খুলতে শুরু করেছে। বয়স আনুমানিক দেড় বছর হতে পারে। লম্বার এটি সাড়ে নয় ফুট।”

এটি পাহাড় থেকে বন্যার পানিতে ভেসে এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।