আসছে ভারতীয় গরু

কোরবানির ঈদ সামনে রেখে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসছে বাংলাদেশে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2017, 05:09 AM
Updated : 23 August 2017, 05:09 AM

সোমবার সরেজমিনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর খাটালে গিয়ে দেখা গেছে, ভারত থেকে আনা হয়েছে হাজার হাজার গরু।

রঘুনাথপুর ঘাট থেকে নৌকায় পদ্মা পার হয়ে এসব গরু শিবগঞ্জের বাখের আলী ঘাট দিয়ে বাংলাদেশে ঢোকে। এ এলাকায় পদ্মার বুকে খলিফাপুর, দেবপুর, দশরোশিয়া ও অন্য একটি চরে হাজার হাজার গরু দেখা গেছে।

বাখের আলী ঘাটের ইজারাদার মখলেসুর রহমান পিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোরবানির ঈদ সামনে রেখে ভারত থেকে গরুগুলো পাচার করে এনে চরে রাখা হয়েছে। করিডোরের ছাড়পত্র নেওয়ার পর পার করা হবে।”

ওয়াদেপুর, সাতরোশিয়া, বাখের আলী, চরবাগডাঙ্গা, হাকিমপুর ও ফরিদপুর খাটাল হয়েও গরু-মহিষ ঢুকছে বাংলাদেশে।

এদিকে রাজশাহী জেলায় ছয়টি বিট খাটাল থাকলেও শুধু চরমাজারদিয়াড় খাটাল দিয়ে গরু ঢোকার খবর পাওয়া গেছে।