প্রধানমন্ত্রী শনিবার গাইবান্ধায় আসবেন

আগামী শনিবার গাইবান্ধায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 03:49 PM
Updated : 22 August 2017, 03:55 PM

মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, আগামী ২৬ অগাস্ট সকাল ১০টায় গোবিন্দগঞ্জের বোয়ালিয়া হেলিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করবেন।

এরপর বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ, বন্যা ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সেখান থেকে প্রধানমন্ত্রী বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যাবেন। সেখানেও ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ, বন্যা ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তদের সঙ্গে মতবিনিময় করবেন।