পানির তোড়ে ব্রিজ ধসে ঢাকা-শরীয়তপুর সড়ক যোগাযোগ বন্ধ

স্রোতের তোড়ে একটি বেইলি ব্রিজ ধসে ঢাকা-শরীয়তপুর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 12:34 PM
Updated : 22 August 2017, 12:34 PM

মঙ্গলবার ভোরে জাজিরা উপজেলার ডুবিসায়বর এলাকায় সেতুটি ধসে যায় বলে জানান শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ দাস গুপ্ত।

তিনি বলেন, “পানির তোড়ে ব্রিজটি ধসে গেছে। খবর পেয়ে সকাল থেকেই আমাদের কর্মীরা কাজ শুরু করেছে। আশা করছি রাত ১০টার মধ্যে কাজ শেষ হলে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারবে।”

ডুবিসায়বর এলাকার বেইলি ব্রিজটি ধসে পড়ায় ঢাকার সঙ্গে শরীয়তপুরের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে যাত্রীরা পড়েছে বিপাকে।

শরীয়তপুর থেকে ঢাকাগামী যাত্রীরা ওই ব্রিজের পাড়ে গিয়ে ট্রলারে পার হয়ে ওপার গিয়ে আবাস কোনো বাসে উঠছে।শরীয়তপুরগামী যাত্রীরাও একইভাবে পরিবহন পরিবর্তন করে ট্রলারে এপার এসে নুতন করে যানবাহনে উঠে যাচ্ছে।

এ ব্যাপারে যাত্রী আবুল কালাম বলেন, পানির তোড়ে ব্রিজটি ধসে পড়ায় যাত্রীদের চলাচল করতে অসুবিধা হচ্ছে।

জাজিরা থানার ওসি এনামূল হক বলেন, কয়েকদিন যাবত পানির তোড়ে গোড়ার মাটি সরে গিয়ে  ব্রিজটি ধসে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগ খবর পেয়ে কাজ শুরু করেছে।

“আশা করি দ্রুত মেরামত কাজ শেষ হবে।”