সাভারে বজ্রপাতে নিহত ২

ঢাকার সাভারে বংশী নদীতে বজ্রপাতে একটি ট্রলারের দুই যাত্রীর মৃত্যু হয়েছে; এতে আহত হয়েছেন আরও ১৩ জন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 05:53 AM
Updated : 22 August 2017, 05:54 AM

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক জানান, মঙ্গলবার সকালে কাতলাপুর এলাকায় বংশী নদীতে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ (২৫) একটি পোশাক কারখানার শ্রমিক। আর আবুল হোসেন (২৮) একটি আসবাবপত্রের দোকানে কাজ করতেন।

স্বাস্থ্য কর্মকর্তা আমজাদুল আহতদের বরাতে বলেন, সকাল ৮টার দিকে সাভার পৌর এলাকার কাতলাপুরের কর্ণপাড়া ঘাট থেকে ট্রলারে করে ৩০-৩৫ জন যাত্রী নদী পার হচ্ছিল।

“ট্রলারটি নদীর মাঝামাঝি পৌঁছালে বজ্রপাত হয়। অনেককে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।”

আহত আরও সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অন্য ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রাথমিক চিকিৎসা নেওয়া জোসনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হতাহতরা সবাই মিলন গামের্ন্টস ও আকতার ফার্নিচার কারখানার শ্রমিক।

“প্রতিদিনের মতো সকলেই ট্রলারে করে নদী পার হচ্ছিলাম। তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। হঠাৎ বিকট শব্দ হয়। অনেকেই ট্রলারে লুটিয়ে পড়ে। কেউ নদীতে ঝাঁপ দেয়। পরে অন্য ট্রলারের লোকজন আমাদের হাসপাতালে নিয়ে আসে।”

আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে রানা (৪০), সাইফুল (৪৫), রনি (২১), বানু (২৫), আব্দুর রাজ্জাক (৩৮), তানিয়া (২০) ও আফরোজাকে (৩৫)।

আর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে মিলন (২৬), রোকন (৩৪), মিজানুর রহমান (২৯), আবুল হাকিম (২৬), জোসনা (২৫) ও পারভীনকে (৩৮)।