বঙ্গবন্ধু সেতু এলাকায় ২০ কিলোমিটার যানজট

ঢাকা থেকে উত্তরবঙ্গে যোগাযোগের প্রধান সড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের কালিহাতি পর্যন্ত যানজট দেখা দিয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 05:22 AM
Updated : 22 August 2017, 06:35 AM

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক এস এ এম শহিদুর রহমান জানান, সোমবার গভীর রাত থেকে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় ওই সেতু থেকে কালিহাতি উপজেলার এলেঙ্গার পুংলি পর্যন্ত অন্তত ২০ কিলোমিটারে এই জট দেখা দেয়।

যানবাহনের সংখ্যা বৃদ্ধির কারণে সেতুতে টোল আদায়েও ধীরগতি দেখা দিয়েছে।

সেতুর ভুয়াপুর সাইট অফিসের সহকারী প্রকৌশলী মো. ওয়াসিম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় টোল আদায়ে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। এ কারণে কোথাও কোথাও জট দেখা দিতে পারে।”

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমানও হঠাৎ গাড়ির চাপ বেশি দেখেছেন বলে জানিয়েছেন।

বঙ্গবন্ধু সেতু এলাকায় যানজট

 

তবে গাড়ির সংখ্যা বেশি হওয়ার কারণ সম্পর্কে তারা কেউ কিছু বলতে পারেননি।

সরেজমিনে দেখা গেছে, কোথাও কোথাও তীব্র জটে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে সব যানবাহন, কোথাও কোথাও চলছে ধীরগতিতে।

উত্তরবঙ্গ থেকে গ্যাস-সিলিন্ডারবাহী ট্রাক চালিয়ে আসছেন মুজিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকাল ৬টায় বঙ্গবন্ধু সেতু পার হয়েছি। আর এলেঙ্গায় আসলাম পৌনে ১০টায়। ২০ কিলোমিটার পথ আসতে সময় লাগল প্রায় চার ঘণ্টা।”