মাদারীপুরে স্কুলছাত্রী নিতু হত্যায় মিলনের ফাঁসির রায়

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মাদারীপুরের কালকিনিতে স্কুলছাত্রী নিতু হত্যায় গৃহ শিক্ষক মিলন মণ্ডলের ফাঁসির রায় দিয়েছে আদালত।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 08:53 AM
Updated : 21 August 2017, 10:53 AM

সোমবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত মিলন (২৫) উপজেলার নবগ্রামের মৃত বীরেন মণ্ডলের ছেলে। নিতুর গৃহশিক্ষক ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র মিলন।

একই গ্রামের নির্মল মণ্ডলের মেয়ে নিতু মণ্ডল (১৪) নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

মামলার নথির বরাত দিয়ে পিপি এমরান লতিফ জানান, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ২০১৬ সালের বছরের ১৮ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে নিতুকে ছুরিকাঘাতে হত্যা করেন মিলন।কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী মিলনকে ধরে পুলিশে দেয়।

ওই দিনই নিতুর বাবা বাদী হয়ে ডাসার থানায় একটি মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বায়েজিদ মৃধা চলতি বছরের ২২ জানুয়ারি আদালতে মিলনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন বলে জানান তিনি।

গত ৪ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করে মিলনের বিরুদ্ধে বিচার শুরু আদেশ দেয় আদালত।

পিপি বলেন, আলোচিত এ মামলায় ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়। গত ১ অগাস্ট যুক্তিতর্ক শেষে সোমবার আদালত এ রায় দেয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে নির্মল মণ্ডল বলেন, “আদালতের রায়ে আমরা খুশি। এখন সরকারের কাছে দাবি যতদ্রুত সম্ভব এই রায় যেন কার্যকর করা হয়।”