খুলনায় হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

খুলনা শহরের দৌলতপুর এলাকায় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 08:15 AM
Updated : 21 August 2017, 08:15 AM

খুলনার অতিরিক্ত দায়রা জজ মোসাম্মৎ দিলরুবা সুলতানা সোমবার সাত বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে।

দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম শেখ (৩২) দৌলতপুর থানার গাইকুড় এলাকার আলী আমজাদ শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বীরেন্দ্রনাথ সাহা মামলার বরাতে বলেন, ২০১০ সালের ২২ জুন রাতে আলী আমজাদ শেখের ছেলে মোক্তার শেখকে (৩৫) বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন তার ছোট ভাই ইব্রাহিম। নেশার জন্য টাকা চেয়ে না পেয়ে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী মাহিরা বেগম দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৪ সেপ্টেম্বর ইব্রাহিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।