ফরিদপুরে ১ লাখ মানুষ পানিবন্দি  

পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার মধ্যে ফুরিদপুরের তিনটি উপজেলার ১৪টি ইউনিয়নের এক লাখ মানুষ পানিবন্দি রয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 07:55 AM
Updated : 21 August 2017, 07:58 AM

গত ২৪ ঘন্টায় পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ৮ সেন্টিমিটার কমে এখন বিপদসীমার ৮৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে ফরিদপুর পানি উন্ননয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী জহিরুল ইসলাম জানান।

ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান, জেলার ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার ১৪টি ইউনিয়নের দেড়শতাধিক গ্রামের এক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।
তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকে জেলার পানিবন্দিও নদী ভাঙন কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শুরু হয়।

“রোববার পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৮০ মেট্রিকটন চাল ও পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে।”

এছাড়া আর ১৬ লাখ টাকা ও ৫০০ মেট্রিকটন চাল তারা বরাদ্দ পেয়েছেন বলে জেলা ত্রাণ কর্মকর্তা সাইদুর রহমান জানান।