এজলাসে হাঁটু পানি, বাইরে আদালত কার্যক্রম

আদালত ভবনের অভ্যন্তরের পানি ওঠায় ভবনের সামনের চত্বরে চলছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আমলী আদালতের কার্যক্রম।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 12:19 PM
Updated : 20 August 2017, 03:11 PM

রোববার বিকালে আদালতের সামনের চত্বরে খোলা জায়গায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাসিবুল হক আদালতের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন বলে উপজেলা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার হোসেন জানান।

সরেজমিনে দেখা যায়, বন্যার পানি বৃহস্পতিবার বিকালে আদালতে প্রবেশ করে। বর্তমানে আদালত ভবনের অভ্যন্তরে পুলিশ ব্যারাক, এজলাস, মালখানাসহ সব কক্ষে হাঁটু পানি রয়েছে।

জরুরি কাগজপত্র ভবনের মধ্যে আসবাবপত্রের উপরে রেখে দেওয়া হয়েছে। বিচারক, আদালতে কর্মচারী, আইনজীবী ও আইনজীবী সহকারীদের কলার ভেলায় করে আদালতে যাতায়াত করতে হচ্ছে।

আনোয়ার হোসেন বলেন, “একজন জজ ও একজন ম্যাজিস্ট্রেট দিয়ে উপজেলা আমলী আদালতটি পরিচালিত হয়। কিছু সমস্যা থাকলেও বিচার প্রার্থীদের কথা বিবেচনা করে এভাবে আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে।”