রাখাইন পল্লীতে ‘নাশকতার চেষ্টা’, শিবির নেতা গ্রেপ্তার

কক্সবাজার শহরে রাখাইন বৌদ্ধ পল্লীতে নাশকতার চেষ্টার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 12:03 PM
Updated : 20 August 2017, 01:23 PM

শনিবার গভীর রাতে বৌদ্ধ মন্দির সড়কে এ ঘটনা ঘটে। রোববার এ ঘটনায় মামলা হয়েছে।

গ্রেপ্তার মঞ্জুরুল হাসান (২৭) জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি।

কক্সবাজার সদর থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, রাত ১২টার দিকে বৌদ্ধ মন্দির সড়কে অগ্গমেধা ক্যাং সংলগ্ন এলাকায় নাশকতা সৃষ্টির জন্য কয়েকজন লোক জড়ো হয়েছে খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান।

“এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীদের দেখে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া খেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও একজনকে ধরতে সক্ষম হন তারা।”

ওসি বলেন, এ ঘটনায় রোববার দুপুরে গ্রেপ্তার জেলা শিবিরের সেক্রেটারি মঞ্জুরুল হাসানকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় মামলা হয়েছে।

এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি রণজিত।

জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় বলেন, ধাওয়া দিয়ে একজনকে ধরা সম্ভব হলেও অন্য সহযোগীরা পালিয়ে গেছে। পরে খবর পেয়ে পুলিশ এসে মঞ্জুরুল হাসানকে নিয়ে যায়।