ভোলায় সরকারি চালসহ আটক ২

ভোলা শহরে একটি চালের আড়ৎ থেকে ৮১ মেট্রিক টন সরকারি চালসহ দুই জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আড়তটি সিলগালা করে দেওয়া হয়।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 05:44 AM
Updated : 20 August 2017, 05:44 AM

ভোলা সদর উপজলার নির্বাহী কর্মকর্তা মৃধা মোজাহিদুল ইসলাম জানান, শহরের খালপাড় রোডের মেসার্স ইসলাম ব্রাদার্স নামের আড়ত থেকে শনিবার রাতে তাদের আটক করা হয়।

এরা হলেন- আড়তের ম্যানেজার শঙ্কর বাবু ও ট্রাক চালক জামাল।

মোজাহিদুল ইসলাম বলেন, গোপনে খবর পেয়ে জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন নেতৃত্বে মেসার্স ইসলাম ব্রাদার্সে অভিযান চালানো হয়।

“সেখান থেকে খাদ্য অধিদপ্তরের ৮১ মেট্রিক টন (২৭০০ বস্তা) সরকারি চালসহ দুইজনকে জনকে আটক এবং চাল বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়। পরে আড়াতটি সিলগালা করে দেওয়া হয়।”

তিনি বলেন, মেসার্স ইসলাম ব্রাদার্সের মালিক সংগ্রাম মিয়া সরকারি ওই চাল চরফ্যাশনের শশীভূষন খাদ্য গুদাম থেকে নিয়ে আসেন।

এ ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানান, জব্দ করা ট্রাকটি রোববার সকাল ১০টায় ট্রাকটি ভোলা পুলিশ লাইনে রাখা হয়েছে।  

তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা বা অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।