কক্সবাজারে কার-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কক্সবাজার শহরে প্রাইভেট কারের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2017, 07:15 AM
Updated : 19 August 2017, 07:15 AM

সদর থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া জানান, শনিবার সকাল ৯টার দিকে কক্সবাজার শহরের বিজয় সরণির মোটেল শৈবালের সামনে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।

নিহতরা হলেন - চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার চরপাথরঘাটা এলাকার আহমদ মিয়ার ছেলে শাহ আলম (৫০) ও একই উপজেলার কুসুমপুরা গ্রামের মনা মিয়ার ছেলে আব্দুস সালাম (৩৫)।

ওসি রণজিৎ বলেন, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচনে ভোট দিতে কক্সবাজার শহরে যাচ্ছিলেন অটোরিকশা-আরোহীরা।

“মোটেল শৈবালের সামনে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে মারা যান আরও একজন।”

আহতরা হলেন - চট্টগ্রামের কর্ণফুলী থানার বাসিন্দা জাহাঙ্গীর আলম (৪০), একই এলাকার হারুনুর রশিদ (৩০), হেলাল উদ্দিন (৩৭), মোহাম্মদ আলমগীর (৪০) ও অটোরিকশার চালক মো. এনামুল হক (৪২)।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি রণজিৎ।

তিনি বলেন, প্রাইভেট কারের চালকসহ অন্যরা পালিয়ে গেছে। দুর্ঘটনায় পড়া গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে।

লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।