নওগাঁয় ট্রাক উল্টে নিহত ৬

নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক উল্টে খাদে পড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও চারজন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2017, 03:47 AM
Updated : 19 August 2017, 09:51 AM

মান্দা থানার ওসি আনিসুর রহমান জানান, শনিবার সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজি-গোবিন্দপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - রাজশাহীর বাগমারা উপজেলার মারিয়া গ্রামের লাল মোহনের ছেলে আব্দুল মান্নান (৪৫), একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে আশরাফ আলী, একই উপজেলার হরিপুর গ্রামের সাহেব আলী (৪৫), নওগাঁর বদলগাছি উপজেলার বালভরা গ্রামের শ্রী দিপেন (৪০), নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৫০) ও জয়পুরহাটের জামালপুর গ্রামের আমিনুর রহমান (৫০)।

তারা সবাই পান ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

ওসি রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা বরজে ব্যবহারের জন্য বাঁশের চটা নিয়ে ট্রাকে করে রাজশাহী যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে উল্টে পড়ে খাদে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনের লাশ উদ্ধার করে।

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মোরশেদ বলেন, তাদের তিনটি ইউনিট গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পানি থেকে ছয় লাশ উদ্ধার করে।

আর আহত চারজনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বলে তিনি জানান।