বেনাপোলে ১৪টি স্বর্ণের বারসহ একজন আটক

বেনাপোলে ১৪টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 03:51 PM
Updated : 18 August 2017, 04:09 PM

শুক্রবার সন্ধ্যায় বড়আঁচড়া সীমান্তের এমপির মোড় থেকে কদর আলী (৫০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

কদর আলী বেনাপোলের দৌলতপুর গ্রামের আমানুল্লাহর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন পাচারকারী সোনার একটি চালান ভারতে পাচারের জন্য পুটখালি সীমান্তের দিকে যাচ্ছেন গোপন সংবাদ পেয়ে বিজিবির টহলদল সেখানে অবস্থান নেয়।

“ওই সময় সন্দেহজনক আচরণের জন্য কদর আলীকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে কোমরে বিশেষ কায়দায় লুকানো ১৪টি স্বর্ণের বার পাওয়া যায়।”

স্বর্ণের বার বেনাপোল শুল্ক ভবনে জমা দেওয়া হয়েছে। স্বর্ণ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দিয়ে পুলিশে  হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

উদ্ধার স্বর্ণের ওজন এক কেজি ৪০০ গ্রাম, যার মূল্য প্রায় ৬৩ লাখ টাকা বলে আরিফুল জানান।