কুড়িগ্রামে বন্যায় ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 03:13 PM
Updated : 18 August 2017, 03:13 PM

শুক্রবার সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আখের আলী এ কথা জানান।

মৃতরা হল-উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের কাজল নবী (৫)  ও সদর উপজেলার নাজিরা গ্রামের আল ওয়াকিল লাবিব (৭)।

সরকারি হিসাবমতে, শুক্রবার বিকাল পর্যন্ত এ জেলায় মোট ১৮ জনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, শুক্রবার কুড়িগ্রাম ফেরীঘাট পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ব্রক্ষপুত্র নদের পানি বিপদসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলা উদ্দিন আল-আজাদ জানান, জেলার ৯২৩টি স্কুল, কলেজ ও মাদ্রাসা নিমজ্জিত হওয়া পাঠদান বন্ধ রয়েছে।