দিনাজপুরে বন্যায় ৬ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত

দিনাজপুরে বন্যায় ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩০ জনের।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 03:07 PM
Updated : 18 August 2017, 03:07 PM

শুক্রবার জেলা ত্রাণ কর্মকর্তা মখলেছুর রহমান এ তথ্য জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দিনাজপুরে বন্যায় ছয় লাখ ২২ হাজার ৮৮৪ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ির নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৯ হাজার ২৯৯টি।

“বন্যায় জেলার ২১৮টি আশ্রয় কেন্দ্রে ৪১ হাজার ৬৫০ জন মানুষ আশ্রয় নিয়েছেন। বন্যার কারণে নানাভাবে মারা গেছেন ৩০ জন।”

জেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, জেলায় এক লাখ ২৬ হাজার হেক্টর ফসসি জমি পানিতে তলিয়েছে। এর মধ্যে কয়েকশ একর জমি নদীতে বিলীন হয়ে গেছে।

সরকারি হিসাবে, উজানে ভারি বৃষ্টির কারণে চলমান বন্যায় এ পর্যন্ত দেশের ২৭ জেলার অর্ধকোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে; গত এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৭৭ জনের।

বন্যার পানি নেমে যাওয়ায় সড়ক যোগাযোগ চালু হলেও দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ এখনও বন্ধ রয়েছে।

রেলওয়ের দিনাজপুরের জ্যেষ্ঠ প্রকৌশলী আবু জাফর মো. রাকিব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যায় পানির স্রোতে দিনাজপুর-ঠাকুরগাঁও রেলপথের দুটি স্থানে এবং দিনাজপুর-পাবর্তীপুর রেলপথের দুটি স্থানে রেল স্লিপারের নিচের পাথর ও মাটি সড়ে গেছে, বেঁকে গেছে রেল লাইন।

রেলপথ সংস্কারের কাজ শুরু করা হলেও কবে নাগাদ রেল চলাচল স্বাভাবিক হবে এ বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।