ফেনীতে অস্ত্রসহ ‘ডাকাত’ গ্রেপ্তার  

ফেনীতে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 09:58 AM
Updated : 18 August 2017, 10:02 AM

শুক্রবার ভোরে সদর উপজেলার কাজিরবাগ এলাকার গিল্লাবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

গ্রেপ্তার মোহাম্মদ সরওয়ার (২৩) ওই এলাকার আবদুল মালেকের ছেলে।

এসপি জাহাঙ্গীর বলেন, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপনে এমন খবর পেয়ে অভিযানে যান তারা।

“এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে গেলেও ধাওয়া করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সরওয়ারকে গ্রেপ্তার করা হয়।”

তিনি বলেন, “সরওয়ারের কাছ থেকে একটি দোনলা বন্দুক, দুটি দেশীয় তৈরি এলজি বন্দুক, ২৭ রাউন্ড কার্তুজ, চাপাতি, ছুরি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।”

সরওয়ারের বিরুদ্ধে ফেনী ও পরশুরাম থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির দুটি মামলা দায়ের করা হয়েছে বলে এসপি জানান।