এলেঙ্গায় মহাসড়কে পানি ছুঁইছুঁই

টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড বাজারে বন্যার পানি ঢুকেছে; এখন ছুঁইছুঁই করছে ঢাকা থেকে উত্তরে যোগাযোগের প্রধান সড়ক।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 08:47 AM
Updated : 17 August 2017, 08:47 AM

বৃহস্পতিবার সকালে বাজারে গিয়ে দেখা গেছে, সড়ক ও জনপথ বিভাগের লোকজন, পুলিশ ও স্থানীয়রা বালির বস্তা ফেলে মহাসড়কে পানি প্রবেশ ঠেকানোর চেষ্টা করছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, আর এক-দেড় ফুট পানি বাড়লেই মহাসড়কে ডুবে যাবে। তাই সবাই মিলে বালির বস্তা ফেলে রক্ষার চেষ্টা করছে।

এদিকে জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতির খবর পাওয়া গেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৪৭টি বিদ্যালয়ে পাঠদান স্থগিত করা হয়েছে। আর সাতটি বিদ্যালয় নদীভাঙনে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে।

প্রতিনিয়ত পানির চাপ বাড়ছে বলে খবর দিয়েছেন বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা।

কালিহাতি উপজেলার শল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম বলেছেন, হাতিয়া গ্রামের একটি বেড়িবাঁধ ভেঙে তার ইউনিয়নের ১৭ গ্রাম প্লাবিত হয়েছ।

সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে ঝিনাই নদীর বাঁধ ও কালিহাতী উপজেলার হাতিয়া বাধ ভেঙে আরও অন্তত ২৬টি গ্রাম নতুন করে বন্যাকবলিত হওয়ার খবর পাওয়া গেছে।