আটকের পর মুচলেকায় ছাড়া পেলেন রাবির ১৬ শিক্ষার্থী

মাদকাসক্ত সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 03:46 AM
Updated : 17 August 2017, 03:46 AM

প্রক্টর লুৎফর রহমান জানান, প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে বুধবার সন্ধ্যায় ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ছাদ থেকে ১২ ছাত্র ও চার ছাত্রীকে আটক করে প্রক্টরের দপ্তরে আনা হয়।

তবে তাদের নাম-পরিচয় বলেননি প্রক্টর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য প্রক্টরিয়াল বডির সদস্যরা নিয়মিত টহল দেন। ১৬ জনকে আটকের পর কয়েকজনের কাছে মাদক গ্রহণের পাইপ ও গাঁজাভর্তি স্টিক পাওয়া গেছে। কয়েকজন মাদক গ্রহণের কথা স্বীকারও করেছে।”

পরে তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানান প্রক্টর।

তিনি বলেন, “তারা এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাই তাদের শুধরানোর সুযোগ দিয়েছি।

“বিশ্ববিদ্যালয় পড়াশোনা, সংস্কৃতিচর্চা, গবেষণার জায়গা। আর এসবের শত্রু হলো মাদক। বিশ্ববিদ্যালয় থেকে মাদক, ছিনতাই, দুর্বৃত্তায়ন দূর করতে যা যা করা প্রয়োজন তার সবই করার চেষ্টা করব।”