মুন্সীগঞ্জে পদ্মা বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপরে

মুন্সীগঞ্জে পদ্মার পানি বেড়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 02:01 PM
Updated : 16 August 2017, 02:01 PM

বুধবার সন্ধ্যায় ভাগ্যকুল পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ও মাওয়া পয়েন্টে ২৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে লৌহজং, টঙ্গীবাড়ি ও শ্রীনগরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফজলে আজিম জানান, পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জেলার আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। তাছাড়া জেলা প্রশাসনের সবার ছুটি বাতিল এবং সংশ্লিষ্ট ইউএনওদের সর্তক থাকার জন্য বলা হয়েছে।

লৌহজংয়ের ইউএনও মো. মনির হোসেন জানান, পানি বৃদ্ধির কারণে গাওদিয়া এলাকায় একটি রাস্তা তলিয়ে গেছে। সম্প্রতি মেরামত করা রাস্তাটি এখন ঝুঁকির মধ্যে রয়েছে। 

পানি উন্নয়ন বোর্ড জানায়, এরআগে গত ১১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত পদ্মার পানি বৃদ্ধি পেলেও ১৭ জুলাই থেকে কমতে শুরু করেছিল। এক মাসের মাথায় ১২ অগাস্ট থেকে আবারও পানি বৃদ্ধি পেতে শুরু করে।