নেত্রকোণায় হত্যা মামলায় ১০ জনের কারাদণ্ড

নেত্রকোণায় ছয় বছর আগের হত্যা মামলায় ১০ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 10:40 AM
Updated : 16 August 2017, 10:40 AM

বুধবার দুপুরে নেত্রকোণা জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

ণ্ডিতরা হলেন কেন্দুয়া উপজেলার ভুগিয়া গ্রামের কাসেম, মুখলেছ, শহীদ, মামুন, সাইকুল, লতিফ, সোহাগ, শিউলী, তানিয়া ও মুক্তা।

কারাদণ্ড ছাড়াও প্রত্যেক আসামিকে তিন লাখ টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে।

এছাড়া এ মামলার অপর একটি ধারায় প্রত্যেক আসামিকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলা চলাকালীন এক আসামির মৃত্যু হওয়ায় মামলা থেকে তাদের নাম বাদ এবং অন্য তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ভুগিয়া গ্রামের একখণ্ড জমি নিয়ে নূরুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে আসামিদের দীর্র্ঘদিন ধরে বিরোধ চলছিল।  এর জেরে ২০১১ সালের ২ ফেব্রুয়ারি আসামিরা নূরুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন।

নিহতের বড় ভাই রফিকুল ইসলাম ওই বছরের ১৮ফেব্রুয়ারি ১৫ জনকে আসামি করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ওই বছররের ২৪ এপ্রিল পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়