জামালপুরে বন্যার পানিতে ভেসে স্কুলছাত্রসহ নিখোঁজ ৩

জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্যার পানিতে ভেসে দুই স্কুলছাত্রসহ তিনজন নিখোঁজ হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 09:49 AM
Updated : 16 August 2017, 09:49 AM

বুধবার উপজেলার ভালুকা এলাকায় বন্যার পানি দেখতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে তারা নিখোঁজ হয় বলে জানান মেলান্দহ থানার ওসি মাজহারুল হক।

এরা হলেন উপজেলার সদারপাড়া এলাকার ময়না শেখের ছেলে মেলান্দহ উমীর উদ্দীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. সজিব শেখ (১৬) ও তার সহপাঠী নাগেরপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে জিল্লুর রহমান (১৭) এবং ভালুকা এলাকার লাল মিয়া।

ওসি মাজহারুল বলেন, দুপুরে সজিব ও জিল্লুর মেলান্দহ-ভালুকা সড়কের ভালুকা এলাকায় বন্যার পানি দেখতে যায়। এ সময় পানির স্রোতের মধ্যে পড়ে তারা ভেসে যায়। তাদেরকে উদ্ধার করতে লাল মিয়া পানিতে নামলে তিনিও নিখোঁজ হন।

জামালপুর ও মেলান্দহ ফায়ার সার্ভিসের ডুবুরীরা তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার আতাউর রহমান।