পদত্যাগপত্র দিলেন রাবি ছাত্র উপদেষ্টা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে শিক্ষকদের সরে যাওয়ার ধারাবাহিকতায় এবার ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমান পদত্যাগ জমা দিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 09:09 AM
Updated : 16 August 2017, 09:09 AM

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রেজিস্ট্রার মো. এম এ বারীর কাছে তিনি এই পত্র জমা দেন।

মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।”

এ বিষয়ে রেজিস্টার মো. এম এ বারীকে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।

গত বছরের ৩০ মার্চ ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের এই অধ্যাপক।

চলতি বছরের ৭ মে মুহম্মদ মিজানউদ্দিনের জায়গায় মো. আব্দুস সোবহান উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন পদে রদবদলের গুঞ্জন ওঠে।

এরপর একে একে পদত্যাগ করেন রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক, গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক সফিকুন্নবী সামাদী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আসাবুল হক, প্রক্টর মজিবুল হক আজাদ খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন পদত্যাগ করেন।

সর্বশেষ ১৩ অগাস্ট মেয়াদ শেষ হওয়ার দেড় বছর আগে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান পদত্যাগপত্র জমা দিলেও তা এখনও মঞ্জুর হয়নি।