সরকার রায় নিয়ে রাজনীতি করছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বন্যার্তদের পাশে না থেকে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে রাজনীতি করছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2017, 02:16 PM
Updated : 15 August 2017, 02:16 PM

মঙ্গলবার বিকালে নীলফামারীর সৈয়দপুরে বন্যার্তদের ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “এই সময় সবচেয়ে যেটি বেশি প্রয়োজন ছিল সেটি হচ্ছে, সরকারের সর্বাত্মকভাবে ত্রাণ বিতরণ করা এবং বন্যার্তদের পাশে দাঁড়ানো, তাদের উদ্ধার ও কষ্ট লাঘব করা।

“সেটা না করে সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দেওয়া ষোড়শ সংশোধনীর রায় সেটি নিয়ে রাজনীতি করছে।”

সরকার বিচার বিভাগের উপর চড়াও হচ্ছে বলে দাবি করেন তিনি।

এর আগে সৈয়দপুরের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর মহাবিদ্যালয় ও বাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রের বন্যার্তদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন বিএনপি মহাসচিব।

এ সময় বিএনপির সৈয়দপুর উপজেলা সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার ভজেসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।