গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ করছে কমিশন: ভারপ্রাপ্ত সচিব

একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন কাজ করে যাছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 02:50 PM
Updated : 13 August 2017, 02:50 PM

রোববার ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

হেলালুদ্দীন বলেন, “২০১৯ সালের জানুয়ারিতে দেশে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  সে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন সংকল্পবদ্ধ। দেশবাসীকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে।”

একাদশ সংসদ নির্বাচনের প্রস্ততি কমিশন শুরু করেছে জানিয়ে ভারপ্রাপ্ত সচিব বলেন, আগামী ১৬ ও ১৭ অগাস্ট সাংবাদিক সমাজ এবং ২৪ অগাস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

“সংলাপ শেষে পাওয়া সুপারিশ অনুযায়ী কমিশন ব্যবস্থা নেবে এবং সেভাবেই একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ”

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন হেলালুদ্দীন আহমেদ।

এর আগে ফরিদপুরের পাঁচ জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।