সিলেটে শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু

শিশু সাংবাদিকতার উপর দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে সিলেটে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 01:08 PM
Updated : 13 August 2017, 01:43 PM

রোববার সকালে সিলেটের একটি অভিজাত হোটেলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফ আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

কর্মশালায় সিলেট সিটি করপোরেশনসহ বিভিন্ন উপজেলার ২২ শিশু সাংবাদিক অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আরিফুল হক চৌধুরী বলেন, পড়াশোনার বাইরে নৈতিক শিক্ষা গ্রহণ ও মনের জানালা খুলে দিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হ্যালো পথ দেখাতে সহায়ক ভূমিকা রাখবে।

“শিশুদের লেখাপড়ার ব্যস্ততা তাদের একঘেয়ে বানিয়ে দিয়েছে। সেখান থেকে বাইরে এনে তাদের কথা বলার সুযোগ তৈরি করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।”

এ উদ্যোগ সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে শিশুদের যোগ্য ব্যক্তি হিসেবে তৈরির দিক নির্দেশনা দেবে বলে মনে করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি মঞ্জুর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক মুজতবা হাকিম প্লেটো।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবিব, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভুঁইয়া, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল প্রমুখ।

কর্মশালায় শিশুদের অধিকার, শিশু আইন, সাংবাদিকতার সহজপাঠ নিয়ে শিশুদের প্রশিক্ষণ দেওয়া হয়। সোমবার দ্বিতীয় দিনে শিশুরা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে হাতে-কলমে রিপোটিং বিষয়ে প্রশিক্ষণ নেবে।