বাগেরহাটে সংঘর্ষে আহত ৪

বাগেরহাটে দুই দলের সংঘর্ষে উভয়পক্ষের চারজন আহত হয়েছেন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 08:56 AM
Updated : 13 August 2017, 08:56 AM

বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, শনিবার রাত সোয়া ১১টার দিকে শহরের পূর্ব বাসাবাটি এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার সকালে পুলিশ হামলা ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য উভয়পক্ষের চারজনকে আটক করেছে।

আহত ইমরান শেখ (২১), সাব্বির শেখ (২২), কোরবার আলীকে (২৪)

বাগেরহাট সদর হাসপাতালে এবং সোহেল শেখকে (২২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাদের সবার বাড়ি পূর্ব বাসাবাটি এলাকায়।

আটকরা হলেন- একই এলাকার আব্দুল মান্নান, মো. আব্দুল বারেক, সৈয়দ মুছাব আলী ও জাহিদুল ইসলাম।

ওসি মাহাতাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক বছর ধরে আব্দুল মান্নানের সঙ্গে কোরবান আলীর বিরোধ চলছিল।

“এর জেরে শনিবার রাতে পূর্ব বাসাবাটি এলাকায় উভয়পক্ষের ১০/১২ জন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের চারজন আহত হন।”

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।  

ওসি জানান, আহতদের শরীরে একাধিক আঘাতের চি‎‎হ্ন রয়েছে।দলীয় কোন পদ না থাকলেও তারা সবাই আওয়ামী লীগের কর্মী সমর্থক বলে পরিচিত ।

আটক চারজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।