কক্সবাজারে চার ভাইসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক যুবলীগ নেতা ও তার চার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধারের খবর জানিয়েছে র‌্যাব।  

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 06:06 AM
Updated : 13 August 2017, 12:33 PM

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান, রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চৌমুহনী এলাকার বাড়ি থেকে তাদের আটক করা হয়।   

এরা হলেন- পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম (৪৫) তার ভাই মোহাম্মদ আলমগীর (৪২), মোহাম্মদ আজম (৪০), মোহাম্মদ কাইয়ুম (৩৮) এবং ওসমান সরওয়ার বাপ্পী (২৪)।

মেজর রুহুল বলেন, অস্ত্র ও ইয়াবা মজুদের গোপন খবরে র‌্যাবের একটি দল ওই যুবলীগ নেতার বাড়িতে অভিযান চালায়।

“পরে দেশীয় তৈরি তিনটি বন্দুক, ১০ রাউন্ড গুলি, এক প্যাকেট ইয়াবা ও নগদ ১৭ লাখ টাকাসহ পাঁচজনকে আটক করা হয়।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।