ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

টানা বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। তাছাড়া জেলার বাঘাইছড়ি, লংগদু, কাপ্তাই,ফারুয়া, সাজেকসহ বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2017, 12:24 PM
Updated : 12 August 2017, 12:52 PM

রাঙামাটি পর্যটন করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মহসিন পাটোয়ারি জানান, শুক্রবার রাতে সেতুটি ডুবে যাওয়ার পর পর্যটক প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পানি কমার পর প্রয়োজনীয় সংস্কার শেষে আবার সেতুটি খুলে দেওয়া হবে।

এদিকে বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল কাপ্তাই হ্রদ উপচে পড়া পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

উপজেলার মধ্যমপাড়া, মাস্টারপাড়া, পুরাতন মারিশ্যা,পশ্চিম মুসলিক ব্লক, কলেজপাড়া, হাজীপাড়া, উগলছড়ি, লাল্যাঘোণা, এফ ব্লকসহ বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, “উপজেলার সবগুলো প্রাথমিক বিদ্যালয়কেই আপাতত আশয়কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সবাইকে নিরাপদে সরে আসার জন্য অনুরোধ করেছি আমরা।”