আশুলিয়ায় পোশাক শ্রমিককে ধর্ষণ: কারখানা কর্মকর্তা গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের মামলার পলাতক আসামি ওই কারখানার এক কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2017, 10:01 AM
Updated : 12 August 2017, 10:41 AM

শনিবার ভোরে নোয়াখালীর কবিরহাট উপজেলার মালিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে হারুন-উর-রশিদকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করেছে পুলিশ।

হারুন আশুলিয়ার নরসিংহপুরের ‘অন্বেষা’ পোশাক কারখানার ব্যবস্থাপক (উৎপাদন)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, গত ৩ অগাস্ট ‘অন্বেষা’ কারখানার এক নারী শ্রমিক কর্মকর্তা হারুনের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিলেন হারুন।

“পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে হারুনের অবস্থান নিশ্চিত হয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়।”

এসআই মিজানুর বলেন, হারুন এর আগে যেসব কারখানায় ছিলেন সেখানেও নারী শ্রমিকদের শারীরিক নির্যাতন করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তবে ওইসব ক্ষেত্রে কেউ অভিযোগ না করায় তিনি পার পেয়ে যান।