নেত্রকোনায় পানি বাড়ছে হু-হু করে

কদিনের টানা বৃষ্টিতে নেত্রকোনার তিনটি নদীতে পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেত্রকোনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2017, 08:45 AM
Updated : 12 August 2017, 08:45 AM

জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, শনিবার বেলা দেড়টায় সোমেশ্বরী, কংস ও উব্ধাকালি নদীর পানি বিপৎসীমার ওপরে রেকর্ড করা হয়েছে।

অতিরিক্ত বৃষ্টির কারণে নদ-নদীর পানি বাড়ছে জানিয়ে তিনি বলেন, নেত্রকোনায় পানি বাড়ছে হু-হু করে। গত তিন ঘণ্টায় পাহাড়ি সোমেশ্বরীর পানি বেড়েছে ১১০ সেন্টিমিটার। এখন বিপৎসীমার ১৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

“একইভাবে কংস নদে ৩০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে এবং উব্ধাকালি নদীতে ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।”

পানি যেভাবে বাড়ছে, অব্যাহত থাকলে এসব নদ-নদীর আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা রয়েছে বলে তিনি জানান।