পিরোজপুরে বিএনপি কার্যালয়ে ‘পুলিশের’ তালা

পিরোজপুরে জেলা বিএনপির কার্যালয়ে তালা লাগানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2017, 07:08 AM
Updated : 12 August 2017, 07:08 AM

এ কারণে শনিবার দলটির নির্ধারিত সদস্য সংগ্রহ ও দলীয় প্রধানের রোগমুক্তির দোয়া কর্মসূচি পণ্ড হয়ে গেছে বলে জেলা নেতারা বলেছেন।   

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অভিযোগ করেন, তাদের জেলা কার্যালয়ে শনিবার পিরোজপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু এবং বিকালে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা যুবদলের দোয়া অনুষ্ঠান ছিল।

“কিন্তু সকালে আমিসহ জেলার বেশকিছু নেতৃবৃন্দ যখন জেলা বিএনপি অফিসে প্রবেশের জন্য যাই, তখন পুলিশ আমাদের বাধা দেয় এবং অফিসের পিয়ন দিয়ে অফিসের মূল গেটে তালা দেয়।

“তারা আমাদের জানায় আজ বিএনপি অফিসে কোনো প্রকার অনুষ্ঠান করা যাবে না।”

তার সঙ্গে দলের জেলা সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ, মির্জা জহুরুল হক, ছরোয়ার হোসেন হাওলাদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নাদির খান রাজু, জেলা যুবদলের কো-কনভেনর মনিরুল ইসলাম মনির, জেলা ছাত্রদল নেতা তানজীদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল পুলিশের এ ধরনের আচারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সেখানে দায়িত্বরত পুলিশের এসআই মাহবুব হোসেনসহ কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি।