নেত্রকোণায় শিশু সাংবাদিকতা কর্মশালা শুরু

নেত্রকোণায় শিশু সাংবাদিকতার উপর দুদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2017, 02:59 PM
Updated : 11 August 2017, 03:00 PM

শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ হল রুমে কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় নেত্রকোণা সদরসহ বিভিন্ন উপজেলার ২০ জন শিশু সাংবাদিক অংশ নেয়।

আলোচনায় বক্তারা শিশুদের অধিকার, শিশু আইন, মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ বিনির্মাণে শিশুদের গড়ে তুলতে সবার প্রতি আহবান জানান বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশান্ত কুমার রায় বলেন, শিশুদের মনন বিকাশে শিশু সাংবাদিকতা যুগান্তরকারী পদক্ষেপ। শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলায় এই আয়োজন ভূমিকা রাখবে।

মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্য, নেত্রকোণা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ভজন দাস।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের নেত্রকোণা প্রতিনিধি মীর মনিরুজ্জামান, সাংবাদিক লাভলু পাল চৌধুরী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কেন্দ্রের প্রতিনিধি সাংবাদিক ইলিয়াস আহমেদ।

অনুষ্ঠান সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক লাভলু পাল চৌধুরী।