দুর্নীতির মামলায় গোপালগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষ কারাগারে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদ্রাসার অধীন একটি এতিমখানার অর্থ আত্মসাতের মামলায় অধ্যক্ষকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2017, 09:27 AM
Updated : 11 August 2017, 09:27 AM

কোটালীপাড়া আমলী আদালতের বিচারক কাঞ্চন কুমার কুণ্ড বৃহস্পতিবার এ আদেশ দেন।

আসামি আনওয়ার হোসেন খান পূর্ব উত্তর কোটালীপাড়া দারুছ সুন্নাত ছালেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ।

গত ২ অগাস্ট ওই এতিমখানার সহ-সভাপতি হাবিবুর রহমান সরদার বাদী হয়ে আনোয়ারের বিরুদ্ধে এ মামলা করেন বলে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি হুমায়ূন কবির জানিয়েছেন।  

মামলার এজাহারে উল্লেখ করা হয়, এতিমখানার উন্নয়নের এক লাখ ৫৫ হাজার টাকার অনুদানের চেক এতিমখানার ব্যাংক হিসাবে জমা না দিয়ে আনোয়ার তা আত্মসাত করেছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হুমায়ূন কবির বলেন, ওই মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আনোয়ার।

“বিচারক তার আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।”

আনোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান হুমায়ূন।