গোপালগঞ্জে ধর্ষণ মামলা তুলতে হুমকির অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে।  

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 05:48 PM
Updated : 10 August 2017, 05:48 PM

উপজেলার রামশীল ইউনিয়নের রামশীল গ্রামে গত ২৫ জুলাই ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন বলে মামলায় অভিযোগ করেন।

বুধবার মামলার বাদী রামশীল গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের বলেন, ২৫ জুলাই সন্ধ্যা ৭টায় তিনি তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরছিলেন।

মামলায় অভিযোগ করা হয়, পথে রামশীল খেয়াঘাটে রামশীল গ্রামের সুভাষ বালার ছেলে অনিমেষ বালা (৩০), বিজেন্দ্রনাথ মল্লিকের ছেলে বিভাষ চৌকিদার (৩২), নরেন মল্লিকের ছেলে নরোত্তম মল্লিক (২৬), বুদ্ধিমন্ত হালদারের ছেলে স্বপন হালদার (২৮) তাকে একটি নির্জন ঘরে নিয়ে রাতভর ধর্ষণ করে।

ওই গৃহবধূ বলেন, এ ঘটনায় গত ৩১ জুলাই গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই চার যুবকের বিরুদ্ধে একটি নালিশী মামলা দায়ের করেন তিনি। আদালত কোটালীপাড়া থানার ওসিকে মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার আদেশ দেয়।

এরপর থেকে আসামির লোকজন মামলা তুলে নিতে গৃহবধূকে হুমকি দিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

বিষিয়টি তিনি পুলিশকে জানাবেন বলেও জানান।

এদিকে, আসামিরা হুমকির কথা অস্বীকার করেছেন। তারা ধর্ষণের ঘটনাও সাজানো বরে দাবি করে।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, আদালত মামলাটি এফআইআর করার জন্য নির্দেশ দিয়েছে।

“আমরা এফআইআর পূর্বক ব্যবস্থা গ্রহন করব। বাদীকে হুমকি দেওয়ার বিষয়টি  আমাদের জানা নেই।”