যশোরে হত্যা মামলায় বাবা ও ৪ ছেলের যাবজ্জীবন

যশোরের অভয়নগরে ২০ বছর আগে এক হত্যায় মামলায় বাবা ও চার ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 02:07 PM
Updated : 10 August 2017, 02:07 PM

বৃহস্পতিবার বিকালে জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন অভয়নগরের দেয়াপাড়া গ্রামের আবু বক্কার মোল্লা ও তার চার ছেলে মাসুদ মোল্লা, আসাদ মোল্লা, মাহামুদ মোল্লা এবং এমদাদুল মোল্লা।

সেইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর করে  কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অন্য এক ধারায় প্রত্যেককে তিন বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও ছয়মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত।

আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান পিপি রফিকুল ইসলাম পিটু।

মামলার বরাত দিয়ে তিনি জানান, ১৯৯৭ সালের ৭ অগাস্ট পূর্ব শত্রুতার জেরে আসামিরা গ্রামের হাসান মোল্লাকে কুপিয়ে জখম করে। এ সময় তার ভাই এনামুল ঠেকাতে এলেআসামিরা তাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের আরেক ভাই মোসলেম আলী বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ১৯৯৮ সালের ২৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।