জামালপুরে ট্রেনের ধাক্কায় ৭ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

জামালপুর শহরের চন্দ্রা লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সাত অটোরিকশা আরোহী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 11:25 AM
Updated : 10 August 2017, 11:25 AM

বৃহস্পতিবার জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিন জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিনকে প্রধান করে করা কমিটির অপর দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার জামালপুর সদর সার্কেল নূরে আলম ও রেলের সহকারী প্রকৌশলী নাজিম কাইসার।

কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলো হয়েছে বলে জানান তিনি।

এদিকে লেভেল ক্রসিংয়ের দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষ।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, চন্দ্রা লেভেল ক্রসিংয়ে জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করেছে। লেভেল ক্রসিংয়ের দুইপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

লেভেল ক্রসিংয়ের দুইপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে বলে জামালপুর রেলের সহকারী প্রকৌশলী আবরার হোসেন জানান।

বুধবার সন্ধ্যায় জামালপুর শহরের চন্দ্রায় রেলের লেভেল ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার সাত যাত্রী নিহত ও একজন আহত হন।